ওয়েব সাইট ওপেন বিল নোটিশ

প্রিয় গ্রাহক
শুভেচ্ছো নিন।

দ্রুততম সময়ে বিপুলসংখ্যক মানুষের কাছে আপনার প্রতিষ্ঠানের তথ্য পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম ওয়েবসাইট।

উন্নত বিশ্বে অনেক আগেই ওয়েবসাইট তৈরির সংস্কৃতি চালু হলেও আমাদের বাংলাদেশে দেশে সম্প্রতি এ ধারা শুরু হয়েছে।

ওয়েব সাইট তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। আপনার প্রতিষ্ঠানে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত তিনটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে নিজের পছন্দসই একটি ডোমেইন নাম কেনা, এরপর তথ্যগুলো অনলাইনে আপলোড করে অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য হোস্টিং কেনা এবং সর্বশেষ ব্রাউজার পড়তে পারে এমন ভাষায় কনটেন্টগুলোকে তুলে ধরা।

আপনাকে ডোমেইন কেনার সময় ব্যবহারকারীর পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডোমেইন নাম আপনার প্রতিষ্ঠানের নামের সঙ্গে
মিলিয়ে রাখা উচিত। এতে ভিজিটররা আপনার প্রতিষ্ঠানের নাম মনে রেখেই ওয়েবসাইট ভিজিট করতে পারবে।

সন্মানীত গ্রাহক,ডোমেইন, হোস্টিং ও ডিজাইন এর খরচ সব প্রতিষ্ঠান ক্ষেত্রেই অভিন্ন। ডেভেলপমেন্টেই একেক চাহিদার ক্ষেত্রে একেক রকম বিল হয়ে থাকে।

তাই বিল পরিশোধ করা সময় আমাদের প্রতিষ্ঠানের বিক্যাশ নম্বর অথবা সরাসরি ক্যাশ দিয়ে রশিদ নিবেন।
যদি, কোন গ্রাহকের বিল ৭ (সাত) দিনের অধিক বাকী থাকে; তাহলে আমরা গ্রাহককে তিন বার নোটিশ করি।
ইমেইল বা মোবাইল এসএমএস এর মাধ্যমেও করে থাকি।

কোন গ্রাহক, যদি ভুল করে- এসএমএস বা ইমেইল চেক না করে, আমরা তাকে মোবাইলে ফোন করে বিলের আপডেট জানিয়ে দেই।

 

তারপর গ্রাহক আমাদের প্রেমেন্ট অপশন গুলোর মাধ্যমে বিল শোধ করেন।pament_due
উল্লেখ্য, যদি ১০(দশ) দিন অতিক্রম করে তাহলে আমদের সিস্টেম অটো তার সাইটে
“বিল বাকি” নোটিশ প্রদর্শন করে।

সাধারণত!!গ্রাহকগণ বিল বকেয়া রাখেন না। কিছু কিছু গ্রাহকদের বিল বাকি থাকে; অর্থাৎ আমরা আগে গ্রাহককে কাজ ডেলিভারি দেই। তারপর বিল গ্রহণ করি। সম্পূর্ণ বিল পরিশোধ হলে আমরা সকল মালিকানা কাগজ হস্তান্তর করি।

আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যে আপনার সাইটে বকেয়া নোটিশ প্রদর্শণ করায়। আপনি দ্রুত আমাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি

আপনি যদি, বকেয়া বিল পরিশোধের নোটিশ আপনার মোবাইলে বা ইমেইলে অথবা সরাসরি না পেয়ে থাকেন; তাহলে আপনি আমাদের কাছে অভিযোগ করতে পারেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে বকেয়া বিল পরিশোধ করতে হবে না।

ধন্যবাদান্তে
www.website-open.com

.

Design & Developed BY MD.AKHTERUJJAMAN